রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গাজীপুর-৪, কাপাসিয়া আসনে আ.লীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি’র পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্ গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলণ করেছে।
স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সকাল ১১টার দিকে মুহম্মদ শহীদুল্লাহ্ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘সিমিন হোসেন রিমি’র প্রতি জনগনের ভালোবাসা ও গণজোয়ারকে ভয় পেয়ে প্রতিপক্ষ বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। প্রতিহিংসা পরায়ন হয়ে ১১ ডিসেম্বর মেডিকেল মোড়ে, ১৩ ডিসেম্বর দূর্গাপুর ইউনিয়নের ফুলবাড়িয়াতে, ১৪ ডিসেম্বর একটি পথসভা ও গণসংযোগে বাধা সৃষ্টি করার জন্য হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। থানা পুলিশ ও রির্টানিং অফিসারের নিকট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কিছু কিছু বিষয়ে ব্যবস্থা নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।