বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রকল্প সম্পাদক ও বীর ম্ুিক্তযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম মজুমদারের উদ্যোগে ছাগলনাইয়া দক্ষিণ বল্লভপুর গ্রামের তার নিজ বাড়ীতে নৌকা মার্কায় সমর্থনে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক মত বিনিময়সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী-১ আসনের মহাজোট প্রার্থী ও জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রকল্প সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম মজুমদারের সভাপতিত্বে ছাগলনাইয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাষ্টার মফিজুল করিমের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, সাবেক উপজেলা কমান্ডার ইউছুফ চৌধুরী, শিরীন আখতারের ছোট বোন রোকেয়া রফিক বেবী, শারমীন কবির, জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, জেলা পরিষদের সদস্য আখতার হোসেন স্বপন ও মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে শিরীন আখতার বলেছেন, বিগত ৫ বছর আমি এ আসনের মানুষের সুখে, দুঃখে ও জনপদের উন্নয়নে মাঠে ছিলাম। উন্নয়নের স্বার্থে তিনি মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের ভোটারদের নৌকার মার্কায় ভোট দেয়ার আহবান জানান। অপরদিকে ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম নিয়ে গঠিত ফেনী-১ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার নির্বাচনী এলাকায় ব্যাপক সভা সমাবেশ মিছিল ও গণসংযোগ করে চলেছেন। ইতিমধ্যে শিরীন আখতারের নির্বাচনী গণসংযোগে যুক্ত হয়েছেন, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলার আওয়ামীলীগসহ মহাজোটের নেতাকর্মীরা। তারা নৌকা প্রতীকের শিরীন আখতারকে বিজয়ী করার জন্য মরিয়া হয়ে পড়েছেন। নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।