Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুঘর্টনায় ইউপি চেয়ারম্যান ও ইউপি আ’লীগ সভাপতি নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ৩:৩১ পিএম | আপডেট : ৫:১৩ পিএম, ২০ ডিসেম্বর, ২০১৮

বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাসান খান (৬০) সড়ক দুঘর্টনায় নিহত হয়েছেন। সকালে গোর্কণ নিজ বাড়ি থেকে চৈয়ারকুড়ি আসার পথে টমটম সিএনজি চালিত অটোরিক্সার সাথে ধাক্কা লেগে উল্টে মারাত্মক ভাবে আহত হয়। গুরুত্ব আহত হাসান খানকে প্রথমে নাসিরনগর পরে ব্রাহ্মণবাড়িয়ার নেয়ার পথে মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের মৃত মালন খাঁর ছেলে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিনসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ