Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন -বরিশালে ইসি কবিতা খানম

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১:০৫ এএম

নির্বাচন কমিশনার কবিতা খানম সব ভয় ভীতির উর্দ্ধে থেকে পক্ষপাতহীনভাবে আগামী সাধারণ নির্বাচনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। যে কোন অবহেলা ও পক্ষপাতিত্ব বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পাড়ে বলে সতর্ক করে তা নিয়ন্ত্রনের বাইরে চলে যাবার আগেই কঠোর পদক্ষেপ গ্রহনেরও নির্দেশ দেন তিনি। নির্বাচন কমিশনার সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিয়ে জাতির কাছে ওয়াদা পুরনেরও তাগিদ দেন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের প্রক্কালে গতরাতে বরিশালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দক্ষিণাঞ্চলের ৬ জেলার জেলা ও পুলিশ প্রশাসনসহ সব আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল মহানগর পুলিশ কমিশনার, ডিআইজি, বরিশাল সেনা এরিয়ার জিওসি’র প্রতিনিধি, বিজিবি সেক্টর কমান্ডার, পুলিশ সুপারবৃন্দ ও বিভিন্ন থানার ওসি ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ যোগ দেন।
সভার শুরুতেই নির্বাচন কমিশনার কবিতা খানম তার সূচনা বক্তব্যে যে কোন উপায়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়ে বলেন, আমাদের ওপর অর্পিত এ পবিত্র দায়িত্ব পালনে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। নির্বাচন কমিশনার তার বক্তব্যে বার বারই একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যা কিছু প্রয়োজন তা নিশ্চিত করার কথাও বলেন। ভোটাররা যেন উৎসবমূখর পরিবেশে ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে এসে তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতেও তিনি নির্দেশ দেন। নির্বাচন কমিশনার ভোটারদের মধ্যে আস্থার মনোভাব সৃষ্টির লক্ষে যা কিছু করনীয় তা করারও নির্দেশ প্রদান করেন।
রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখছিলেন। পরে কমিশনার আরো দিক নির্দশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ