Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোনো ষড়যন্ত্রই ২০ দলের বিজয় ঠেকাতে পারবে না

নূর হোসাইন কাসেমী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, দুঃশাসন থেকে মুক্তি এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আসন্ন নির্বাচনকে ঘিরে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই সরকার পরাজয় আতঙ্কে বিরোধী প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় বাধাদান, হামলা, মামলা ও গণগ্রেফতারের পথ বেছে নিয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই ২০ দলীয় জোট প্রার্থীদের বিজয় ঠেকাতে পারবে না। তিনি মানুষের জান, মাল, ইজ্জত-আব্রুর হেফাজত ও স্বৈরশাসন থেকে মুক্তি পেতে সকল বাধাবিপত্তি উপেক্ষা করে আলেম-উলামাসহ সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ব্যালট বিপ্লব ঘটানোর আহ্বান জানান।
গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। জমিয়ত মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবেই দেশের শাসন ব্যবস্থা থেকে ন্যায়চারিতার আদর্শিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। পুরো প্রশাসনযন্ত্রকে সাজানো হয়েছে ক্ষমতাসীন দলের অনুক‚লে। নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে গণগ্রেফতার করছে। সরকারবিরোধী সকল প্রার্থীর প্রচারণায় বাধা দিচ্ছে এবং তাদের উপর পুলিশের ছত্রছায়ায় দলীয় সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারী দলের সন্ত্রাস ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে কোন পদক্ষেপ নিচ্ছে না। গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী’র নির্বাচনী অফিস ভাংচুর করে দিয়েছে। ক্ষমতাসীন দল সারাদেশে পরিকল্পিতভাবে এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, যাতে সাধারণ ভোটাররা নির্বাচনের দিন কেন্দ্রমুখী না হয়। যাতে একতরফা নির্বাচন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার সুযোগ তৈরি হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ