Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাবন্দি ডা. শাহাদাতের সমর্থনে আইনজীবীদের গণসংযোগ

ধানের শীষের পক্ষে ভোটবিপ্লব ঘটবে

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ধানের শীষের পক্ষে ৩০ ডিসেম্বর ভোট বিপ্লব ঘটবে উল্লেখ করে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের নেতারা বলেছেন, এটা বুঝতে পেরেই সরকার বেসামাল হয়ে গেছে। আইনজীবী নেতারা গতকাল বুধবার আদালত এলাকায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে ব্যাপক প্রচারণাকালে একথা বলেন।

এ সময় ঐক্যফন্টের আইনজীবীরা বিচার প্রার্থী জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি এবং মিছিল করেন। মিছিলপূর্ব সমাবেশে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট নেতারা বলেন, শত প্রতিক‚লতার মাঝে বিএনপি তথা ঐক্যফ্রন্ট নির্বাচনের মাঠে আছে। সারাদেশে বিএনপি প্রার্থী, সমর্থকদের উপর সরকারি দলের হামলা, রাতে বিএনপি কর্মীদের বাড়িতে গিয়ে পুলিশি হানা এবং প্রার্থীদের নির্বাচনে গণসংযোগে হামলা অব্যাহত আছে। এরপরও বিএনপি নির্বাচনে আছে এবং শেষ পর্যন্ত থাকবে।

আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি যাতে নির্বাচন থেকে সরে যায়। এজন্য প্রশাসন ব্যবহার করে বিএনপির ওপর হামলা, মামলা অব্যাহত রেখেছে। নেতৃবৃন্দ অবিলম্বে সিইসিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠ নির্বাচন হলে, বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আইনজীবীরা চট্টগ্রাম-৯ আসনের ডা. শাহাদাতকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সচিব নাজিম উদ্দিন চৌধুরী, এএসএম বদরুল আনোয়ার, জহুরুল আলম, এসইউএম নুরুল ইসলাম, শামসুল আলম, রফিক আহম্মদ, শাহাদাত হোসেন, সেলিমা খানম, তাজুল ইসলাম, খুরশিদ আলম, এরশাদুর রহমান টিটু, জায়েদ বিন রশিদ, নুরুল করিম এরফান, অঞ্জন প্রসাদ দে প্রমুখ



 

Show all comments
  • SHAHED ALI ২০ ডিসেম্বর, ২০১৮, ১০:০৫ এএম says : 0
    ami atar sathe akmot
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ