বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জমে ওঠেছে প্রচারণা। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা প্রচার প্রচারণায় নেমেছেন। এ আসনে প্রচারণায় রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জন প্রতিদ্ব›দ্বী প্রার্থী। সরকারি সকল সুবিধা নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন লাঙ্গল প্রতীক নিয়ে বর্তমান এমপি ও মহাজোট মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ।
অপরদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিক‚লতার মধ্যে দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি(ঐক্যফ্রন্ট) মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া। তবে ধানের শীষের সঙ্গে লাঙ্গলের ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। এছাড়াও এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিম মনোনীত প্রার্থী মোহাম্মদ আজিজুল হক (রিক্সা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তানভীর আহমদ তাছলিম (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টি(এনপিপি) মনোনীত প্রার্থী মোহাম্মসদ দিলোয়ার (আম), বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী আল হেলাল মো. ইকবাল মাহমুদ (হারিকেন) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান (সিংহ) প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।