Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনী-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মজনুর বিরামহীন প্রচারণা

মোহাম্মদ নিজাম উদ্দিন ছাগলনাইয়া থেকে | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৯:০৭ পিএম

ঢাকা মহানগর দক্ষিন যুবদলের সভাপতি ও ফেনী-১ আসনের এর ধানের শীষের প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনুর দক্ষ নেতৃত্বে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম (ফেনী-১) উপজেলার বিএনপি ও অংগসংগঠনের নবীন-প্রবীন নেতা-কর্মীরা উচ্ছসিত হয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ঝিমিয়ে থাকা নেতাদের অনেকে নির্বাচনী প্রচারনার মুহুর্তে ফেসবুকে ছবি আপলোড করে ধানের শীষের প্রচারনা চালিয়ে যাচ্ছেন। শহর, গ্রাম, মসজিদ, মন্দির কোথাও ঘাটতি নেই নির্বাচনী প্রচারনার। ভোটারদের আগ্রহও বাড়ছে ধানের শীষের তরুন এ প্রার্থীকে নিয়ে। ভোট কেন্দ্রে যাওয়ার সুযোগ পেলে ৩০ডিসেম্বর সাধারন ভোটারদের আগ্রহের বর্হিপ্রকাশ ঘটবে বলে আশাবাদী দলের নেতা-কর্মীরা। বিভিন্ন জায়গায় গনসংযোগে ভোটে নির্বাচিত হলে ফেনী-১ আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিয়ে কারামুক্ত করার ঘোষনায় মজনু মন কেড়েছে দলের কর্মী-সমর্থকদের । কেউ কেউ আবেগে আপ্লুত হয়ে বুকে জড়িয়ে ধরেছেন এ প্রার্থীকে। প্রতিদিনই গুছিয়ে মজনুর নির্বাচনী প্রচারনার খোঁজ-খবর দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করছেন ধানের শীষের প্রার্থী মজনুর মিডিয়া কো-অডিনেটর এনামুল হক ভূঁইয়া। তিনি জানান, মঙ্গলবার ধানের শীষ প্রার্থী মজনু নির্বাচনী এলাকার ইসলামিয়া বাজার, বক্তার হাট, মনুর হাট, শনির হাট, গজারিয়া, তারাকুচা, ধর্মপুর, বসন্তপুরসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেছেন। এসময় ফুলগাজী উপজেলা বিএনপি সাধারন সম্পাদক নুর নবী মাস্টারসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, আমি নির্বাচনী করে আসার পর কিছু কিছু স্থানে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঘরে গিয়ে গ্রেফতার করছে। কয়েক জায়গায় আমার নির্বাচনী অফিস ভাংচুর করে নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে। ফেনী-১ আসনের ৯০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে আছে। এবং ভোট দিবে ধানের শীষে। ভোটাররা শুধু ভোট নয় ভোটকে পাহারাও দিতে হবে। ফলাফল ঘোষনা পর্যন্ত কেন্দ্রে নেতাকর্মীদের অবস্থান করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ