Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলগাজীতে ফেনী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আবদুল্লাহর শো-ডাউন

মোহাম্মদ নিজাম উদ্দিন ছাগলনাইয়া থেকে | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৯:০২ পিএম

বুধবার বিকাল ৩ টায় ফুলগাজী উপজেলা সদরে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহর নেতৃত্বে হাজার হাজার লোক ফুলগাজী বাজারে মিছিল ও বাজারের পুরাতন সড়কে এক বিশাল পথসভা জনসভায় রুপান্তরিত হয়। এতে প্রত্যেকটি পাড়া মহল্লা থেকে মিছিলে মিছিলে এসে পথসভায় যোগদান করে। আলহাজ্ব শেখ আবদুল্লাহর এমপি প্রার্থী হওয়া নিয়ে ফেনী-১ ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম সর্বস্তরের জনগণের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে নারী পুরুষ একসাথে একযোগে আপেল মার্কার সমর্থনে বেরিয়ে আসেন। আপেলের সমর্থনে ফেনী-১ চলছে উৎসব মুখর পরিবেশ। তারা সবাই এক যোগে একসাথে দলমত নির্বিশেষে আপেল প্রতীকের শেখ আবদুল্লাহকে এমপি নির্বাচিত করে সবাই ঘরে ফিরে যাবে বলে জানান উপস্থিত জনতা। নারী পুরুষ একসাথে আপেল মার্কার সমর্থনে বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছে। সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারীর পরিচালানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আপেল মার্কা নিয়ে ফেনী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ আবদুল্লাহ। এসময় তিনি তার বক্তব্যে জনগনের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি আপনাদের সাথে সব সময় সুখে দুঃখে আছি এবং থাকবো। আমি দলমত নির্বিশেষে কখনা কাউকে অবহেলা করি নাই। সবাই পাশে থাকার চেষ্টা করছি। আমি আপনাদেরকে কথা দিতে চাই আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে এ এলাকা থেকে প্রথমে মাদক, সন্ত্রাস, দুর্নীতি দূর করবো। আপনাদের সকলের দোয়া নিয়ে কাজ করে যাবো। আমি আপনাদের এখান থেকে টাকা নিয়ে ঢাকা যেতে হবে না। আমি ঢাকা থেকে নিয়ে এসে আপনাদের জন্য খরচ করতে পারবো। আমি আপনাদের কাছে একটি আপেল মার্কায় ভোট চাই ও দোয়া চাই। ৩০ তারিখ সকলে আপেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, আনন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু, জিএমহাট ইউপ চেয়ারম্যান মজিবুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু, সদর যুবলীগের সভাপতি মিজানও কোম্পানী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ