Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরের ৬টি নির্বাচনী এলাকায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৮:১৪ পিএম

রংপুরের ৬টি নির্বাচনী এলাকায় ১৭ প্লাটুন বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবির সদস্যরা অবস্থান করবেন।
এরই মধ্যে তারা রংপুর, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, বদরগঞ্জ, তারাগঞ্জ, গঙ্গাচড়া ও সদরসহ মেট্রোপলিটন এলাকায় ক্যাম্প স্থাপন করে টহল শুরু করেছে।
রংপুর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছাঃ শুকরিয়া পারভীন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি টহল শুরু করা হয়েছে। বিজিবি নির্বাচনকালীন ও নির্বাচনের পরদিন পর্যন্ত মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একটি রুটিন মাফিক কাজ। এ নিয়ে কোনো আতঙ্ক বা ভয়ের কিছু নেই। তারা মানুষের জানমাল নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে মাঠ পর্যায়ে কাজ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ