বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গণসংযোগে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। আজ ১৯ ডিসেম্বর বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের রানীশিমুল গ্রামে গণসংযোগে গেলে এ বাধার সন্মুুখীন হন বলে তিনি জানান। এ সময় কোনো গ্রেপ্তারী পরোয়ানা ছাড়াই শফিউল আলম নামে তাঁর এক সমর্থককে তার সামনে থেকে আটক করে পুলিশ। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল জানান, সকাল ১০টার দিকে গণসংযোগে বের হই। বিকেলে রানীশিমুল গ্রামে জালাল উদ্দিনের বাড়িতে উঠান বৈঠক চলছিল। এ সময় পুলিশ এসে উঠান বৈঠকে বাধা দেয়। ওই স্থান থেকে মাওলানা আব্দুল মতিনের ছেলে শফিউল আলমকে আটক করে নিয়ে যায়। এতে ভয় পেয়ে আতংকিত হয়ে আশপাশের লোকজন সেখান থেকে চলে যায়। এতে আমার নির্বাচনী প্রচারণায় বিঘ্নের সৃষ্টি হচ্ছে। তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে নির্বিঘেœ নির্বাচনী প্রচারণা কাজ চালানোর সুযোগ, সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা প্রদানের আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।