Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেরপুর-১ আসনের নৌকা মার্কার দুইটি নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৭:৩৭ পিএম

শেরপুরে আজ ১৯ ডিসেম্বর ভোররাতে ১ আসনের সদর উপজেলার ধলা ইউনিয়নের বাগবাড়ী এলাকায় নৌকা মার্কার একটি নির্বাচনী অফিস ভাংচুর, পোস্টার ছিড়ে ফেলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্র্বৃত্তরা। এ ঘটনায় বিকেলে ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীরা বাগবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল করে।
পরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ এর টহল জোরদার করেনএবং ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
একই সময়ে লছমনপুর উপজেলার কৃঞ্চপুর দড়িপাড়ায় আরেকটি নৌকার নির্বাচনী অফিস ভাংচুর করে দূর্বৃত্তরাভ
এ দুটি ঘটনার প্রেক্ষিতে আজ বিকেলে আওয়ামলীগের প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক জেলা শহরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব ঘটনায় বিএনপির সমর্থকদের দায়ী করেন। তিনি বলেন, বিএনপির প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনেই তারা এসব অঘটন ঘটাচ্ছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সহসভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহসভাপতি বদিউজ্জামান বাদশা প্রমুখ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ