Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী পরিবেশ শান্ত- রংপুরে নির্বাচন কমিশনার

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৭:১৩ পিএম

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, নারীসহ সকল ভোটারদের নির্বিঘœ পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন যথাসম্ভব কাজ করে যাচ্ছে। আমরা প্রায় সকল বিষয় গুছিয়ে এনেছি। ভোটারদের নির্বিঘ্ন পরিবেশ সৃষ্টিতে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। নারী হচ্ছে সবচেয়ে ক্ষমতাবান। তাদের ভোট দেয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন কঠোরতা পালন করছে। বিভিন্ন দলের অভিযোগ থাকতে পারে, আমরা সকল বিষয় মাথায় নিয়েই এগুচ্ছি। ভোট কারচুপি বন্ধে ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে। ভোটের পরিবেশ সৃষ্টিসহ সকল ব্যবস্থাপনায় সরকারের কোন চাপ নেই। তাছাড়া নির্বাচনকালীন সকল বিষয়ে প্রশাসনের সকলেই ইসিকে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত ও সকল জেলায় ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান আছে।
তিনি আজ বুধবার সকালে রংপুরের আরডিআরএস মিলনায়তনে এ্যাওয়ারনেস রাইজিং অন ওমেন পারটিসিপিশন সেফটি এন্ড সিকিউরিটি ইন ইলেকশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার জয়নুল বারী, ডিআইজি রংপুর রেঞ্জ দেবদাস ভট্টাচার্য, নারী ভোটারদের অংশগ্রহণ প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় ভোটারদের অংশগ্রহণ ও ভোটের ভাবনা শীর্ষক নাটিকা উপস্থাপন করা হয়। পরে ভোটের বাধা, বিভিন্ন হুমকি ও এসব বিষয় উত্তরণ বিষয়ক খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম পরে রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি সকল পেশার মানুষকে ভোটদানে অংশ নিতে সচেতনতামুলক একটি শোভাযাত্রায় অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ