Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দখলদারদের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে সুতিয়া নদী

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ত্রিশালে সুতিয়া নদী দখলের কবলে পড়েছে। নদীটির দুই পাশে যার যার ইচ্ছামতো দখল করে পুকুর তৈরি করে মাছ চাষ করছে। কেউ কেউ আবার নদী ভরাট করে বাড়িঘর নির্মাণ করছে। নদীটির দখলমুক্ত করার উদ্যোগ নেওয়ার যেন কেউ নেই। ত্রিশালের বুক চিরে বয়ে যাওয়া সুতিয়া নদী। যে সুতিয়া নদীর বুকে চলত পালতোলা নাও। জলযানে হতো পণ্য পরিবহন। সেই সুতিয়া নদী এখন দখলের কবলে পড়ে বিলীন হওয়ার পথে। বিশেষ করে ত্রিশালের ধানীখোলা উজান ভাটিপাড়া, মধ্য ভাটিপাড়া ও ত্রিশাল পৌর শহরের বিভিন্ন স্থানে নদী দখল করে পুকুর তৈরি ও বাসাবাড়ি এমনকি মার্কেট নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। ধানীখোলা উজান ভাটিপাড়ার মাসুদুজ্জামান, খসরু ও পারভেজ এবং মধ্য ভাটিপাড়ার আরিফ, দারাসহ আরো কয়েকজন পুকুর তৈরি করে মাছ চাষ করছেন। এ ব্যাপারে মাসুদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের ক্রয়কৃত জমিতে পুকুর খনন করেছি। আমি নদীর জায়গা দখল করিনি। স্থানীয় আব্দুল মজিদ ও নওশের আলী জানান, এভাবে নদীর জায়গা দখল করে ফিশারি তৈরি করে মাছ চাষ করছে। কিন্তু কেউ যেন দেখার নেই। একসময় সুতিয়া নদী দখলদারদের কবলে পড়ে বিলীন হয়ে যাবে। নদী দখলের বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন জানান, এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দখলদারদের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে সুতিয়া নদী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ