Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাজোট প্রার্থীর বাড়িতে গভীর রাতে নবীনগর থানার ওসি

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৩:৩৩ পিএম

থানায় যোগদানের একদিন পরই ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মহাজোট প্রার্থী মোঃ এবাদুল করিম বুলবুলের গ্রামের বাড়িতে গিয়ে বৈঠক করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিৎ রায়। এ খবর পরদিন ছড়িয়ে পড়ে মুখেমুখে। প্রতিদ্বন্ধি প্রার্থীরাও জানতে পারেন বিষয়টি। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ১৬ই ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ ওসি রনজিৎ থানার আরেক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মহাজোট প্রার্থীর সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের বাড়িতে যান। সেখানে রাত ১টা পর্যন্ত দীর্ঘসময় ধরে বৈঠক করেন তারা। এসময় নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন নসুসহ আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে দায়িত্বশীল একটি সুত্র জানায়, এসময় ওসি রনজিৎ রায় শতভাগ ফেভারে থাকার নিশ্চয়তা দেন। তবে ওসি রনজিৎ রায় বলেন, এগুলোতে বলবেই। পরে তিনি বলেন, আমরা যেদিকেই যাই সেখানে প্রার্থীর বাড়ি থাকলে যাই। তাদের সিকিউরিটির নিশ্চয়তা দিতে হচ্ছে। প্রার্থীকে নিয়ে একটা ঘটনা ঘটে গেলে এটাতো ডাকতে পারবোনা। আজকে (বৃহস্পতিবার) আলমনগর যাবো। সেখানে জিকরুল সাহেবের বাড়িতে যাব। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো: আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। সত্যতা যাচাই করে দেখছি। সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান সাংবাদিকদের বলেন, কি কারনে ওসি সেখানে গেছেন তা আমার জানা নেই। এ নিয়ে কোন অভিযোগ পাইনি। তিনি বিষয়টি ইউএনও ও সহকারী রিটার্নি অফিসারকে জানাতে বলেন। রনজিৎত গত ১৪ই ডিসেম্বর নবীনগর থানায় যোগদান করেন। এই উপজেলার শ্যামগ্রামে মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের পাশেই তার মামার বাড়ি। মামার নাম প্রবীর নাগ। রনজিৎত এরআগে ২৫ শে অক্টোবর এ জেলায় যোগদান করেন। আর নবীনগর থানার ওসি হিসেবে যোগদেন ১৪ই ডিসেম্বর। এরআগেও ব্রাহ্মণবাড়িয়ায় যোগ দিয়ে কাঙ্খিত ওই থানায় পোষ্টিং নেয়ার চেষ্টা করেন তিনি। সুবিধে না হওয়ায় চলে যান চাদপুরের হাইমচরে। জানা যায়- ২০১৬ সালের ১২ই ডিসেম্বর জেলায় যোগদান করেন প্রথম। এরপর আবার এখান থেকে চলে যান ২০১৭ সালের ২৫ শে মে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ