বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একের পর এক বোমা হামলা, হুমকি ধামকি উপেক্ষা করে যশোর সদরে ঐক্যফ্রন্টের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত শহর গ্রাম মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি ভোট প্রার্থনা করছেন। বুধবার শহরের এ্চএমএম রোডে গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী অমিত ভোটারদের উদ্দেশ্যে বলেন কোনো ভয় নেই, আপনারা ভোটের দিন দলে দলে ভোটকেন্দ্রে যাবেন। আমি এবং আমার কর্মী সমর্থকরা ভোটকেন্দ্র পাহারা দেবেন। কেউ কোন ঝামেলা করতে পারবে না। নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
তিনি সবখানে বলছেন, আমি জীবনবাজি রেখে মাঠে আছি, মাঠ ছাড়বো না। আপনারা আমার পাশে আছেন এটিই বড় সাহস ও শক্তি। আমার পিতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম যেভাবে আজীবন আপনাদের খেদমতের সুযোগ পেয়েছে, আমাকেও সুযোগ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।