রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
রাজশাহীর তানোরে ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ’ বিএমডিএ’র বিরুদ্ধে গোপনে প্রায় ৩ লাখ টাকা মূল্যর প্রায় ৬শ’ আম গাছের ‘আম’ মাত্র ৪০ হাজার টাকায় নিলাম দেয়ার অভিযোগ উঠেছে। এতে কর্তৃপক্ষের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হলেও সংশ্লিষ্ট কর্মকর্তার পকেট ভারী হয়েছে। এদিকে গোপন নিলামের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। জানা গেছে, তানোরের তালন্দ ইউপির ৪ নম্বর ওয়ার্ড কালনা গ্রামের বিভিন্ন রাস্তায় বিএমডিএ’র রোপিত বিভিন্ন প্রজাতির প্রায় ৬শ’ আম গাছ রয়েছে। বেলপুকুরিয়া থেকে মুংলা বাজার সেখান থেকে আদিবাসীপাড়া হয়ে কালনা দক্ষিণপাড়া। এসব গাছ অতীতে ইউনিয়ন পরিষদ থেকে প্রকাশ্যে নিলাম দেয়া হতো। কিন্তু চলতি বছর ইউপি নির্বাচনের কারণে ইউপি চেয়ারম্যান নিলাম দিতে পারেনি। আর এ সুযোগ কাজে লাগিয়ে বিএমডিএর পরিদর্শক আব্দুর রউফ বড় অঙ্কের আর্থিক সুবিধা কোনো প্রচার-প্রচারণা না করেই গোপনে বিএনপি নেতা ও ইউপি সদস্য নূরুল ইসলামকে ইজারা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ গ্রামবাসীর। এদিকে নিলাম নিয়ে নূরুল ইসলাম গাছ থেকে অপরিপক্ব ছোট ছোট আম পেড়ে নিয়েছেন। এ সময় গ্রামবাসী তার কাছে আম পাড়ার কারণ জানতে চাইলে, তিনি গ্রামবাসীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিলে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেন, এসব গাছের কবে কোথায় কিভাবে নিলাম ডাক হয়েছে সেই সম্পর্কে তারা কিছুই জানেন না। তারা বলেন, বিএনপি নেতার কাছে বিএমডিএর এভাবে গোপনে পানির দরে আম বিক্রি করা উচিৎ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ও ইউপি সদস্য নূরুল ইসলাম বলেন, তিনি বিএমডিএ’র কর্মকর্তা আব্দুর রউফ সাহেবের কাছ থেকে ৪০ হাজার টাকায় এসব গাছের আম নিলামে কিনেছেন। এ বিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএর পরিদর্শক আব্দুর রউফ বলেন, তিনি এখন ঢাকায় আছেন কর্মস্থলে ফিরে তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। এ ব্যাপারে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, নিলাম ডাক অনেক আগে হয়েছে আর সময় মতো আমরা কোনো লোক পাইনি। নিলাম দিতে হলে ওই এলাকায় প্রচার-প্রচারণা করা দরকার ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে এতো বেশি গুরুত্ব দেয়া হয়নি। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিৎ ছিল বলে তিনি জানান। এ ব্যাপারে রাজশাহী বিএমডিএর নির্বাহী প্রকৌশলী শমসের আলী জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।