রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ভালুকায় কালবৈশাখী ঝড়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালা বিধ্বস্ত হয়ে যাওয়ায় সার্বিক শিক্ষা কার্যক্রম বেস্তে যেতে বসেছে। সম্প্রতি আকস্মিক ঝড়ে উপজেলার মেদিলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ফলে আর্থিক সঙ্কটের কারণে সংস্কার কাজ করতে না পারায় বিদ্যালয়ের সাড়ে তিনশ’ শিক্ষার্থীর পড়ালেখা নিয়ে অভিভাবক ও শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদিলা আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৯৪ সালে তা এমপিওভুক্ত হয়। সরকারিভাবে কোনো অনুদান না পেলেও বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক প্রায় সাড়ে তিনশ’ শিক্ষার্থীকে নিজেদের অর্থায়নে নির্মিত ৭৫ ফুট লম্বা একটি হাফবিল্ডিং ঘরে এ যাবৎ দক্ষতার সাথে পাঠদান করে আসছেন। বিদ্যালয়টি প্রায় প্রতিবছরই ভালো ফলাফল করেছে। এসএসসিতে ৯৭ থেকে ৯৮ ভাগ পরীক্ষার্থীও পাস করার রেকর্ড রয়েছে। কিন্তু আকস্মিক কালবৈশাখী ঝড়ে স্কুলের পূর্বপাশের হাফবিল্ডিং ঘরের ওপর গাছ ভেঙে পড়ে বিধ্বস্ত হয়ে যায়। ফলে ৬৫ জন এসএসসি পরীক্ষার্থীসহ প্রায় সাড়ে তিনশ’ শিক্ষার্থীর লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পরেছে। একেতো গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে, তাছাড়া ঝড়ে স্কুল রুমের টিনের চালা বিধ্বস্ত হয়ে যাওয়ায় বারান্দা এমনকি স্কুল মাঠেও ক্লাস করানো হয়ে থাকে। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র আলী আজগর ইমন, ফজলে রাব্বি, আল আমীন, এমরান, সাদিয়া আফরিন ও সায়লা আক্তার জানায়, সামনে আমাদের এসএসসি পরীক্ষা কিন্তু ঝড়ে ক্লাসরুমের টিনের চালা ধসে পড়ায় শ্রেণীকক্ষের অভাবে এবং বৃষ্টি হলে ক্লাস করতে পারছি না। জরুরিভিত্তিতে শ্রেণীকক্ষটি মেরামত হলে আমারা অনেক উপকৃত হতাম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. জনম মেশ্রী জানান, এ যাবৎ স্কুলটি সরকারিভাবে কোন অনুদান পায়নি। নিজেরা এলাকার বিত্তশালীদের সহযোগিতায় এ পর্যন্ত চলে আসছে। ঝড়ে ঘরটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে চরম সমস্যায় পরতে হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খাইরুল বাশার জানান, ঝড়ে বিদ্যালয়ের টিনের চালা ধসে যাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। তাছাড়া ইতোমধ্যে বহুবার বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরে দরখাস্ত করা হয়েছে কিন্তু সরকারিভাবে আদৌ কোনো সহযোগিতা পাইনি। ফলে কঠিন অবস্থার মধ্যদিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার জানান, মেদিলা আদর্শ উচ্চ বিদ্যালয়টি ঝড়ে ক্ষতিগস্ত হওয়ার বিষয়টি প্রধান শিক্ষক জানিয়েছেন এবং আসছে মাসিক সভায় সিদ্ধান্ত নিয়ে সংস্কারের জন্য বরাদ্দ দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।