Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সিলেটে ড. মোমেনের প্রচার গাড়ি, নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৮:৫৩ এএম | আপডেট : ৮:৫৪ এএম, ১৯ ডিসেম্বর, ২০১৮

সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নির্বাচনী কার্যালয় ও প্রচার গাড়িতে হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবেরবাজার এলাকায় প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এর আগে সোমবার দিনগত মধ্যরাতে সিলেট নগরীর আম্বরখানাস্থ নির্বাচনী কার্যালয়ে হামলা হয়। এই দুই ঘটনায় এসএমপি’র বিমানবন্দর ও জালালাবাদ থানায় অভিযোগ দেওয়া হয়েছে
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিবেরবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশাযোগে নৌকা পক্ষে মাইকে প্রচার চলছিল। শিবেরবাজারে পশ্চিম প্রান্তে মাদরাসার সামনে পৌঁছামাত্র বিএনপি, জামাত-শিবির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। তারা প্রচার-মাইক ও সিএনজি-অটোরিকশা ভাংচুর করে পালিয়ে যায়।
এ ঘটনায় নৌকার সমর্থক ও প্রচারে নিয়োজিত কর্মী আনোয়ার হোসেন বাদি হয়ে জালালাবাদ থানায় অভিযোগ দাখিল করেছেন। জালালাবাদ থানার শিবেরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই অঞ্জন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে আম্বরখানায় সিলেট সদর উপজেলা নৌকার নির্বাচনী কার্যালয়ে দুই মোটরসাইকেলে মুখোশধারি ৬ যুবক হামলা চালায়। এসময় অফিসের দায়িত্বরত প্রহরী আব্দুল জলিলকে বেঁধে রেখে অফিসের কাগজপত্র তল্লাশী করে। এরপর যাওয়ার সময় নৌকার পোস্টার, লিফটেসহ অফিসের কাগজপত্র, প্রহরীর জামাকাপড়, মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়।
এসএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অফিসের নৈশ প্রহরী এ বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ