বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁ-৬ আসনের বিএনপির মনোনীত ও ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির বলেছেন, আত্রাই রানীনগরের কোথাও কোন নির্বাচনের পরিবেশ নেই। সর্বত্র উৎকন্ঠা, হুমকি, সন্ত্রাস ও ত্রাস চলছে। সরকার দলের প্রার্থী কোথাও কোন ভোট চাচ্ছে না। ভোটের কাজ করছে না। ২০১৪ সালের ৫ জানুয়ারীর মত নির্বাচন করবে বলে ঘোষনা দিচ্ছে। প্রার্থী ভোটারদের হুমকী দেয় এটি নজিরবিহীন ঘটনা।
একদিকে প্রাইভেট বাহিনী ও সন্ত্রাসী বাহিনী দিয়ে সরকারী দল আতঙ্ক ছড়াচ্ছে। আবার পুলিশ বাহিনী নামিয়ে গ্রেফতার করে ভীতি ছড়িয়ে ভোটের পরিবেশ সম্পূর্ণ নষ্ট করছে। ধানের শীষের প্রার্থীর পোস্টার ছেঁড়া, অফিস ভাঙা প্রতিদিনের ঘটনা।
আরেকটা মুক্তিযুদ্ধের মত সংগ্রাম শুরু হয়ে গেছে। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলছি শুধু ভোটের মাধ্যমে এই কুখ্যাতদের সরানো কঠিন হবে। নির্বাচনের আন্দোলন ও ঘাড় ধাক্কার আন্দোলন দুটিরই এখন প্রয়োজন।
তিনি সোমবার নওগাঁর আত্রাই উপজেলার কাসুন্দা বাজার, স্থল ওলমা, সুদরানা উচ্চ বিদ্যালয় মাঠে এবং ভাঙা জাংগাল বাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য কালে উপরোক্ত কথাগুলো বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।