Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সিলেট-১ আসনে হাতপাখার গণসংযোগে মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু বলেছেন, একজন সচেতন ভোটার হিসেবে এ নির্বাচনে যোগ্য ও ভাল প্রার্থীকে ভোট দেওয়া সকলের দায়িত্ব ও কর্তব্য। ভোট একটি আমনত। সচেতন ভাই বোনদের প্রতি অনুরোধ ন্যায় ও ভালোর পক্ষে অবস্থান করার। ইসলাম দেশ ও মানবতার স্বার্থে শান্তি ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা এবং একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষে হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয় অর্জন করি। 

গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে নগরীর মহাজনপট্টি, জেলরোড, করিমউল্লাহ মার্কেট ও বন্দরবাজারসহ নগরীর বিভিন্ন স্থানে হাতপাখার গণসংযোগকালে উপস্থিত জনতার সামনে সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের আহবায়ক ইসহাক আহমদ, সমন্বয়কারী মো.শিহাব উদ্দিন, ইসলামী আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদ আহমদ, সিলেট কোতোয়ালী থানা সভাপতি আনোয়ার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন জেলা সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, মহানগর বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো.দাইয়ান প্রমূখ।



 

Show all comments
  • অহিদুল ইসালাম ১৯ ডিসেম্বর, ২০১৮, ১০:২০ এএম says : 0
    ইসলামী রাজনীতি তুলে ধরার জন্য ইনকিলাব পরিবারকে ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • Nazmul ১৯ ডিসেম্বর, ২০১৮, ২:০৭ পিএম says : 0
    ভাইয়া আপনার কি শুদু আওমীলিগ আর বি এনপি বাদে আর কোন চোখে পরে না না পরলেও দেন না ওনার তো ১৪ দল আর এক জন ২০ দল আর ইসলামি আন্দোলন বাংলাদেশ শুদু এক দল তাদোর জন প্রিয় কত তাদের থেকে অনেক বেশী এগুলো দেখান না দেখেন শুদু তাদের,,,,।
    Total Reply(0) Reply
  • H M Mahmud Hasan ১৯ ডিসেম্বর, ২০১৮, ২:৩২ পিএম says : 0
    #ঢাকা১৮-আসনে আওয়ামীলীগ-বিএনপি অন্তর্দ্বন্দ্বে শক্ত অবস্থানে ইসলামী আন্দোলন।। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৮আসনে আওয়ামীলীগ মনোনয়ন দেয় এডভোকেট সাহারা খাতুনকেএবংঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন দেয় শহিদ উদ্দিন মাহমুদ স্বপনকে।আওয়ামীলীগে মনোনয়ন প্রত্যাশী হয় অনেকে। বিশেষ করে আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক হাবিব হাসানের নেতৃত্বে একটি শক্তিশালী গ্রুপ তৈরী হয়।হাবিব হাসান মনোনয়ন ফরম পর্যন্ত তুলেন। শেষ পর্যন্ত সাহারা খাতুনকে মহাজোট মনোনিত করে।এতে ঢাকা ১৮আসনে আওয়ামীলীগে দৃশ্যত দুটি শিবিরে বিভক্ত হয়। এতে ভোটের মাঠে নৌকা ধরাশয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আর ঐক্যফ্রন্ট থেকে শহিদ উদ্দিন মাহমুদ স্বপনকে মনোনয়ন দেয়।জেএসডি'র এইপ্রার্থীর সাথে উত্তরা বিএনপির তেমন কোন পরিচিতি নেই।বিএনপিরও অনেকে মনোনয়ন প্রত্যাশী হন তার মধ্যে এস এম জাহাঙ্গীর যুবনেতা হিসেবে জনপ্রিয় হলেও শেষ পর্যন্ত মনোনয়ন না পাওয়ায় চাপা ক্ষোভ তৈরী হয় বিএনপির স্থানীয় নেতা কর্মীদের মাঝে।ফলে মুলধারার বিএনপি কিছুটা নিরব! নির্বাচন সামনে রেখে তেমন কোন তৎপরতা চোখে পরেনি ধানেরশীষ প্রার্থীর এ আসনে। তা ভোটের মাঠে ধানেরশীষের ভরাডুবির কারন হয়ে দ্বাড়াতে পারে। অপরদিকে গ্রুপ ও অন্তরদন্দ্বমুক্ত নব্য উথান ঘটা ইসলামী আন্দোলন ভোটের মাঠে ফেক্টর হয়ে দারিয়েছে উত্তরার অভিজাত এলাকায়।পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী আলহাজ্জ্ব আনোয়ার হোসেন। বিশিষ্ট শিল্পপতি ও উত্তরা বি এন এস সেন্টারের মালিক সমিতির সভাপতি সহ আরো বিভিন্ন সমাজসেবামুলক সংগঠনের সাথে জরিত আছেন তিনি।এতে করে যথেষ্ট জনপ্রিয় মানুষ হিসেবে ক্লিন ইমেজের অধিকারী। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে এ আসনে।নির্বাচন সামনে রেখে সকল অংগসংগঠন সমূহকে ঢেলে সাজানো হয়।ইতিমধ্যে ব্যাপক শোডাউন করেছে হাতপাখার কর্মীরা। ফলে হাতপাখার আলোচনা ছড়িয়ে পরছে চা-রেস্টুরেন্ট থেকে শুরু সর্বত্র। তা নির্বাচনে ফেক্টর হয়ে দ্বাড়াতে পারে। বলা চলে আটঘাট বেধে মাঠে নেমেছে হাতপাখার নেতাকর্মীরা। লেখক মুহা.কামাল হোসাইন ফরাজী সভাপতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উত্তরা পশ্চিম থানা শাখা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ