Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দুটি হেলিকপ্টার কিনছে বিজিবি

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

এয়ার উইংয়ের জন্য রাশিয়ার কাছ থেকে দু’টি হেলিকপ্টার কিনছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার জন্য ব্যয় হবে ৩০৪ কোটি টাকা। গতকাল মঙ্গলবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে জেএসসি রাশিয়া হেলিকপ্টারস নামে রাশিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তিতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ও জেএসসি রাশিয়া হেলিকপ্টারসের পক্ষে আন্দ্রে ফোর্তে সই করেন। 

বাংলাদেশ সরকারের ‘জিটুজি’ পদ্ধতিতে এ দু’টি হেলিকপ্টার কেনা হচ্ছে। চুক্তি অনুযায়ী রাশিয়ান ওই প্রতিষ্ঠানটির কাছ থেকে ৩৮ মিলিয়ন ডলার (৩০৪ কোটি টাকা) ব্যয়ে এমআই (গও-১৭১ঊ) সিরিজের দু’টি হেলিকপ্টার কিনছে বিজিবি। চুক্তি সই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকায় রাশিয়ান দূতাবাসে নিযুক্ত মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে কর্নেল ইউরি পি লেভশেঙ্কোসহ দু’দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকার দুর্গম স্থানগুলোতে নজরদারি বাড়াতে, সেসব স্থানে বিওপি তৈরি ও লজিস্টিক সহায়তা পৌঁছে দিতে এবং বিভিন্ন উদ্ধার অভিযান চালাতে ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বাড়াতেই হেলিকপ্টার দু’টি কেনা হচ্ছে। প্রয়োজনে পরবর্তীতে হেলিকপ্টারের সংখ্যা আরো বাড়ানো হবে। জানা গেছে, এমআই সিরিজের হেলিকপ্টারগুলো দুর্ঘটনায় পড়ার হার কম। এগুলো জিরো ভিজিবিলিটিতে সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীতে ২৬ জন আরোহী নিয়ে চলাচল করতে পারা এই সিরিজের হেলিকপ্টার রয়েছে। যে কারণে বাহিনী দু’টির পাইলটরা এটির সঙ্গে বেশ পরিচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেলিকপ্টার কিনছে বিজিবি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ