Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দখল করে খড়, ধান শুকানো ও মাড়াই বাড়ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা
বগুড়া গাবতলী উপজেলার সব কাঁচা-পাকা সড়ক দখল করে খড়, ধান শুকানো ও মাড়াইয়ের কাজ চলছে। ফলে রাস্তায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে সবপ্রকার যানবাহন। সৃষ্টি হচ্ছে যানজট। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের সড়ক দুর্ঘটনা। সরেজমিন দেখা গেছে, গ্রামীণ জনপথের রাস্তাগুলোতে পুরোদমে কৃষকরা বোরো ধান কাটা, মাড়াই ও খড় শুকানোর কাজ করছে। যানবাহনের চালক ও পথচারীগণ খড় শুকানোর ফলে রাস্তার গর্ত ও ভাঙন বুঝতে পারছে না। উপজেলার প্রধান রাস্তাগুলো সংস্কার না হওয়ায় রাস্তার দু’পার্শ্বে ভাঙন সৃষ্টি হচ্ছে। আর সেসব ভাঙন ও গর্তে পানি জমে রাস্তাগুলো ক্ষতির সম্মুখীন হওয়ায় হুমকির মুখে পড়ছে গাছপালাসহ ফসলি জমি। রাস্তার ওপর ট্রাকে ধান ও সবজি বোঝাই করছে নির্বিঘেœ। এছাড়াও শ্রমজীবী দিনমজুররা পরিশ্রম করে একটু বিশ্রামের জন্য অনেক সময় রাস্তার খড়ের ওপরে বসে আড্ডা দিতে দেখা যায়। ফলে যে কোন সময় প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়াও অবাধে চলাচল করছে যত্রতত্র ভটভটি নছিমন-করিমন। অবিলম্বে রাস্তায় খড়-ধান শুকানো ও মাড়াইসহ যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ