Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আমরা বদ্ধপরিকর

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্রি.জে. সাজিদ

ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেছেন, পাহাড়ে-সমতলে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা বদ্ধপরিকর। পাহাড়ে নির্বাচন বিরোধী ইউপিডিএফ (খীসা) জনগণের ভোটাধিকার হরণের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের সব অপচেষ্টা সেনাবাহিনী সমূলে ধ্বংস করে দেবে। জনগণ নির্বিঘে ভোট দিতে যাবেন। কোন ভয় করবেন না। সেনাবাহিনী আপনাদের পাশে আছে। কোন হুমকি-ধমকি পেলে আমাকে এবং জোন কমান্ডারকে জানাবেন। আমরা ব্যবস্থা নেব।
তিনি গত সোমবার সকালে লহ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তবর্তী বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘চক্ষু শিবির ও শীতবস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ৩০ ডিসেম্বর ভোটাররা যেনো তাদের ভোট প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থাই করা হবে।
‘সুস্থ চোখে দেখি সুন্দর এ পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লহ্মীছড়ি জোনের আওতাধীন বাইন্যাছোলা সেনাক্যাম্পে দুস্থ ও অসহায় মানুষের চোখে আলো ফিরে পেতে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি। এ চক্ষু শিবিরে লহ্মীছড়ি, মানিকছড়ি এবং ফটিকছড়ি উপজেলার ২৫৩ জন পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ