রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গত দুই দিন ধরে হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে হঠাৎ শীত জেঁকে বসলেও নির্বাচনী উত্তাপ কমছে না। প্রার্থী ও তাদের কর্মীরা চষে বেড়াচ্ছেন হাট-বাজারসহ গ্রামগঞ্জ। গত সোমবার থেকে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হিমেল বাতাস ও আকাশে মেঘে ঢাকা থাকায় কাংখিত সূর্যের দেখা মিলছে না। ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। খেটে খাওযা মানুষ ঘরের বাইরে বের হতে পারছেন না। জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। শীতে কাতর হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ ও গবাদি পশু পাখি। এদিকে প্রার্থীরা তীব্র শীতে কিছুটা বিড়ম্বনার শিকার হলেও তা মাথায় নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে দেখা যায়। প্রার্থীদের একাধিক জনসভা স্থগিত করার খবর পাওয়া গেছে। বৃষ্টির কারণে প্রার্থীর সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস কিছুটা ভাটা পড়েছে। টানা বৃষ্টি ও তীব্র শীতের কারনে সভা সমাবেশসহ মিছিল মিটিং না থাকায় অলস সময় পারকরছেন অধিকাংশ নেতাকর্মী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।