Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুর-১ আসনে নৌকার প্রার্থীর মতবিনিময়

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ এএম

এদেশে যত ইসলামি শিক্ষা ও ইসলামি বড় বড় অবকাঠামো নির্মাণ হয়েছে, সবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেষ্টায় হয়েছে। ইসলামি ফাউন্ডেশন নির্মাণ, মাদরাসা শিক্ষা উন্নতি করনে বঙ্গবন্ধুর অবদানের শেষ নেই। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষা ব্যবস্থার চাহিদানুযায়ি কওমি মাদরাসার স্বীকৃতিসহ ইসলামি শিক্ষা যুগাপোযোগি ও আধুনিকরনে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করছেন। তাই ইসলামি শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ি করার কোন বিকল্প নেই। গতকাল মঙ্গলবার দুপুরে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের সংসদ সদস্য পদ প্রার্থী এ্যাডঃ শ.ম রেজাউল করিম এ কথাগুলো বলেন।

এসময় আরো বক্ত্যব্যে রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ্ আলম। স্বরূপকাঠি পৌর মেয়র মো. গোলাম কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক এস,এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম মুইদুল ইসলাম, সহকারি অধ্যাপক মাহমুদুর রহমান খান,স্বরূপকাঠি পূজা পরিষদের আহবায়ক শশাঙ্ক সমদ্দার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ