Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হিন্দি মিডিয়াম টু’তে জুটি হয়ে ফিরছেন শাহরুখ-কাজল

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:১১ এএম


যতবারই বলিউডের বাদশাহ শাহরুখ খান আর কাজল এক ফিল্মে কাজ করেছেন দর্শকরা পর্দায় সাক্ষাত জাদু দেখেছে। সেই ‘বাজিগর’ (১৯৯৩) থেকে কাজল-শাহরুখ জুটির যাত্রা শুরু হয়েছে। এর পর তারা একসঙ্গে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (১৯৯৫), ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮) এবং ‘কাভি খুশি কাভি গাম’-এর ২০০১) মত বøকবাস্টার ফিল্ম উপহার দিয়েছেন। তাদের শেষ ফিল্ম ‘দিলওয়ালে’ (২০১৫) খুব সুবিধা করতে না পারলেও জুটি হিসেবে তারা প্রশংসা পেয়েছেন। দর্শক যেমন চায় বলিউডের এই দুই তারকাও এক সঙ্গে কাজ করতে আগ্রহী। তাদের আগামীতে দেখা যাবে ‘হিন্দি মিডিয়াম টু’ চলচ্চিত্রে ইরফান খানের সঙ্গে। এক প্রতিবেদন থেকে জানা গেছে প্রযোজক দিনেশ বিজন ‘হিন্দি মিডিয়াম’ সিকুয়েলে অভিনয়ের জন্য কাজল আর শাহরুখের সঙ্গে যোগাযোগ করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে ইরফান খান আসন্ন ফিল্মটিতে রাজ বাত্রার ভূমিকায় ফিরবেন আর চলচ্চিত্রটির প্রেক্ষাপট হবে যুক্তরাষ্ট্র। আরও জানা গেছে শাহরুখ আর কাজল এরই মধ্যে ফিল্মটির চিত্রনাট্যের খসড়া পড়েছেন এবং কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। ‘হিন্দি মিডিয়াম’ ফিল্মের পরিচালক সাকেত চৌধারি সিকুয়েলটি পরিচালনা করবেন না। তার বদলে পরিচালকের চেয়ারে বসবেন ‘ককটেল’ এবং দিনেশ বিজনের ‘ফাইন্ডিং ফ্যানি’র পরিচালক হোমি আদাজানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাহরুখ-কাজল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ