Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগের মামলায় সখিপুরে ঐক্যফ্রন্ট এর ২জন গ্রেফতার

সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ৬:০৭ পিএম

টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনে সখিপুর উপজেলার ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ কারাগারে। অপরদিকে ধানের শীষ এর পক্ষে নির্বাচনী প্রচারণায় ঐক্য-ফ্রন্ট নেতা-কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে সেজন্য একের পর এক মামলা দিয়ে নেতৃবৃন্দদের জেলহাজতে প্রেরণ করার অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ উপজেলা ছাত্রলীগ আহবায়ক সজীব আহমেদ বাদী হয়ে ঐক্যফ্রন্ট নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্রলীগের তিন নেতাকে মারধরের অভিযোগ এনে গত ১৬ডিসেম্বর সখিপুর থানার ১২নং মামলায় সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি হাতীবান্ধা ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ.আতাউর রহমান আতোয়ারকে থানা পুলিশ গ্রেফতার করে সোমবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।একই মামলায় জেলা কৃষক শ্রমিক জনতা লীগ সহ-সভাপতি কালিয়া ইউপি সাবেক চেয়ারম্যান আ.হালিম সরকার লাল মিয়া তার নিজ বাড়ি উপজেলার বড়চওনা এলাকায় সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে লাল মিয়াকে না পেয়ে তার ছেলে নাজমুল হাসান শাওনকে আটক করে গতকাল মঙ্গলবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে সখিপুর থানা পুলিশ। ঐ মামলায় ঐক্যফ্রন্টের ৫৪জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৫০/৬০জন অজ্ঞাত নাম থাকায় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারছেন না। এর পূর্বে গায়েবী মামলায় সখিপুর উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু সহ ২৭জন এবং উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সম্পাদক অধ্যাপক মীর জুলফিকার শামীম কারাগারে রয়েছে। উপজেলা বিএনপি সম্পাদক ঐক্য-ফ্রন্ট নেতা নাসির উদ্দিন বলেন, হামলা-মামলা ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ভাংচুর- এহেন পরিস্থিতিতে সাধারণ ভোটারগন ভোটাধিকার ফিরে পেতে মুক্তির প্রতীক ধানের শীষ এর পক্ষে কাজ করছেন। আগামী ৩০ডিসেম্বর এর প্রতিফলন ঘটবে। টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনে ঐক্য-ফ্রন্ট প্রার্থী কাদের সিদ্দিকীর মেয়ে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী বলেন, সখিপুর বাসাইলের মানুষের প্রিয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন ষড়যন্ত্র করে বাতিল করা হয়েছে। ভোটারগন নির্বাচনের দিন ধানের শীষে ভোট দিয়ে এর প্রতিবাদ জানাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ