বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত দু’দিন ধরে ঘূর্ণিঝড় পিথাই’র প্রভাবে পাবনার চাটমোহরে গুড়ি গুড়ি ও মাঝারি বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। সেইসাথে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সূর্যের দেখা নেই দুইদিন। গত সোমবার থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি থাকলেও মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে মাঝারি বর্ষণ। দু’দিনের বৃষ্টি আর ঠান্ডা বাতাসে কাঁপন ধরেছে জনজীবনে। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের শেষ নেই। বৃষ্টির কারণে কাজ করতে পারছেন না দিনমজুর শ্রমিকরা। ব্যবসায় নেমে এসেছে স্থবিরতা। ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। খুব প্রয়োজন না হলেও বাইরে বের হতে পারছেন না অনেকেই। যারা বাইরে বের হচ্ছেন তারা কষ্ট মাথায় নিয়ে কাজে বের হচ্ছেন। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা দেখা গেছে। বৃষ্টির সাথে উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। এতে কাহিল হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তারা বলছেন, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরো বাড়বে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।