Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৌষের শীতে গুড়ি গুড়ি বৃষ্টি, জীবনযাত্রায় অচলাবস্থা

দিনাজপুর ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৮, ১:০১ পিএম | আপডেট : ৬:১৬ পিএম, ১৮ ডিসেম্বর, ২০১৮

পৌষের শীতে কনকনে শীতে এমনিতেই কাঁবু অবস্থা। তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি যেন মরার উপর খড়ার ঘাঁ হয়ে দেখা দিয়েছে দিনাজপুর অঞ্চলে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ীর বাহির হচ্ছে না। হাঁড় কাঁপানো শীত সংসদ নির্বাচনের প্রচার প্রচারণাতেও ভাটা ফেলেছে। বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে প্রার্থীদের হাজার হাজার পোষ্টার। সবচেয়ে বেশী বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা। শীত যেন শরীরে কাটার মত বিঁধছে। 

গত তিন দিন ধরেই দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছিল। সোমবার মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির পর থেকেই জেলা শহরের রাস্তাঘাট জনমানবশূন্য হয়ে পড়ে। এদিকে দিনাজপুরের সরকারী জিলা স্কুল ও সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে’র ভর্তি পরীক্ষার কারণে শত কষ্টের মধ্যেও হাজার হাজার শিশু ও তাদের অভিভাবকেরা বাড়ীর বাহিরে আসতে বাধ্য হয়েছে।

গতকাল থেকে আজ ভোর পর্যন্ত ৭ দশমিক ৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে
তবে বৃষ্টি হলেও শীতের তীব্রতা আগামীকাল বুধবার আরো বাড়বে বলে মনে করছে আবহাওয়া কর্মকর্তা মোঃ তোফাজ্জাল হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ