Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই রাহুলের -কমলনাথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৮:৫১ পিএম

প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নেই রাহুল গান্ধীর। তাড়াহুড়ো করতে চায় না কংগ্রেসও। লোকসভা ভোটের পরে এ নিয়ে আলোচনা হবে। সোমবার জানিয়ে দিলেন কংগ্রেস নেতা ও মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী কমলনাথ।
রোববার রাহুলকে প্রধানমন্ত্রী করার দাবি তুলেছিলেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন। তা নিয়ে বিজেপি বিরোধী শিবিরে অস্বস্তি দেখা দিয়েছিল। তা নিয়ে সোমবার পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। সোমবার শপথগ্রহণের আগে সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘জানি না কারও সমস্যা হবে কিনা, তবে রাহুল গান্ধী নিজে কিন্তু কখনও প্রধানমন্ত্রী হওয়া নিয়ে জোর দেননি। বিষয়টি নিয়ে শরিকদলগুলির সঙ্গে আলোচনা হবে। তাতে যা সিদ্ধান্ত নেওয়া হবে, তা মেনে নিতে হবে কংগ্রেসকে।’
তবে এখনই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে তাড়াহুড়ো নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। কমলনাথ বলেন, ‘এখনই এ নিয়ে ভাবার কারণ নেই। লোকসভা নির্বাচন মিটলে দেখা যাবে। সর্বসম্মতিতে যে নাম উঠে আসবে, তাকেই প্রধানমন্ত্রী করা হবে। এখন এ ব্যাপারে কথা বলা অর্থহীন। এক-দু’মাস গেলে ছবিটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।’
আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে বিরোধীদের একজোট হওয়ার প্রক্রিয়া চলছে। বিধানসভা ভোটের ফল প্রকাশ হওয়ার পর যা আরও জোর পেয়েছে। কিন্তু রবিবার স্ট্যালিনের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল, বসপা এমনকি সমাজবাদী পার্টিও। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, ‘ভোটের পরে প্রধানমন্ত্রী বাছা হবে, শুরু থেকেই এমনটা বলে আসছি আমরা। কংগ্রেসের পক্ষ থেকেও কোনও নাম প্রকাশ করা হয়নি। তাহলে অন্য দলগুলো এত মাতামাতি করছে কেন?’
একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে সপা নেতা ঘনশ্যাম তিওয়ারি বলেন, ‘মানুষের রায় পেলেই প্রধানমন্ত্রী পদ নিয়ে আলোচনা হবে। কারও সঙ্গে মতিবরোধ নেই আমাদের। তবে যে বিষয়ে আলোচনাই শুরু হয়নি, তা নিয়ে খামোকা হল্লা করে লাভ কী?’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ