রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে লড়ছেন ৮৫ জন প্রার্থী। ১১টি আসনের এসব প্রার্থীদের মধ্যে এবার সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে হারিকেন প্রতীক নিয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ভোটের মাঠে রয়েছেন অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল আউয়াল সুমন। দেশের একমাত্র সর্বকনিষ্ঠ পুরুষ এমপি প্রার্থীর জন্ম ১৯৯২ সালের ২৭ সেপ্টেম্বর। সেই হিসাবে নির্বাচনের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর তার বয়স হবে বয়স ২৬ বছর তিন মাস তিন দিন।
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবদুল আউয়াল সুমন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে মনোনয়ন পেয়েছেন। তবে তার দল এনডিএম নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। এ জন্য এনডিএম এবারের সংসদ নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে একীভ‚ত হয়ে গণঐক্য নামে একটি জোট করেছে। মুসলিম লীগের নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে এবং দলটির প্রতীক হারিকেন। যার ফলে গণঐক্য তথা মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়েই কুমিল্লা-৯ আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল আউয়াল সুমন।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা জজ কোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আবদুল আউয়াল সুমনের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মুহাম্মদ শফিকুর রহমানের ছেলে। সুমন কুরআনে হাফেজ। ২০০৩ সালে কুরআনে হাফেজ প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে প্রথমস্থান অধিকারী হন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।