Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে ঐক্যফ্রন্ট প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর প্রচার মাইকের গাড়ী ভাংচুর

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৫:৫২ পিএম

রবিবার রাতে টাঙ্গাইলের সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মো.আতাউর রহমান আতোয়ারকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। উপজেলা ছাত্রলীগ আহবায়ক সজীব আহমেদ বাদী হয়ে একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়,রবিবার রাতে সখিপুর ঐতিহ্যবাহী তালতলাচত্বরে ছাত্রলীগ-যুবলীগ টাঙ্গাইল-৮(সখিপুর-বাসাইল) আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম এর মেয়ে ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী(ধানের শীষ) এর প্রচার মাইকের গাড়ীতে হামলা করে ভাংচুর করেছে ও হামলায় মাইকে প্রচারকারী শাহীনকে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আবার সখিপুর ছাত্রলীগ-যুবলীগের অভিযোগ উপজেলার কচুয়া বাজারে নির্বাচনী মিছিল করার সময় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক ও কালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজাদ হিরাকে মারধর করেছে। এ অভিযোগে ধানের শীষের প্রচার গাড়ীতে হামলা করা হয়েছে। আহত হিরাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । সখিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম বলেন, কচুয়া বাজারের শান্তিপূর্ন ধানের শীষের মিছিলে ছাত্রলীগ-যুবলীগই আমাদের উপর হামলা করে উল্টো আমাদের উপর দোষ দিচ্ছে। তারা হামলা করে আমাদের নির্বাচনী প্রচারনায় বাঁধা সৃস্টি করেছে এবং মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে এলাকা ছাড়া করার পাঁয়তারা করছে। এদিকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক সজীব আহমেদ বাদী হয়ে ৪৩জনকে আসামী করে রবিবার রাতেই সখিপুর থানায় মামলা দায়ের করেছে। থানা পুলিশ ঐ রাতেই উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি হাতীবান্ধা ইউপি সাবেক চেয়ারম্যান মো.আতাউর রহমান আতোয়ার কে গ্রেফতার করেছে। কৃষক শ্রমিক জনতা লীগের সহযোগী সংগঠন যুব আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক হাবীবুন নবী সোহেল বলেন, যে ব্যক্তির নেতৃত্বে ১৯৭১সালে মুক্তিযুদ্ধে বৃহত্তর ময়মনসিংহের বিজয় অর্জিত হয়েছিল, বিজয়ের ৪৭বছর পরে সেই বিজয়ের দিনেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম এর মেয়ে কুঁড়ি সিদ্দিকীর প্রচার গাড়ীতে হামলা মহান বিজয়ের অর্জনকে ম্লান করেছে। ছাত্রলীগ-যুবলীগ বিজয়ের দিনে পরিকল্পিতভাবে আমাদের গাড়ীর উপর হামলা করেছে। ওরা হামলাও করেছে উল্টে আমাদের নামে মিথ্যা মামলাও করেছে। আমারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সখিপুর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো.আমির হোসেন বলেন, মামলায় ৫০/৫৫জনকে আসামী করা হয়েছে এবং আতাউর রহমান আতোয়ার নামের একজনকে গ্রেফতার করে গতকাল সোমবার টাঙ্গাইল আদালতে প্রেরন করা হয়েছে,তার রিমান্ড চাওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ