Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় বখাটেদের হামলায় মা ও মেয়েসহ ৩জন আহত

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ৪:০২ পিএম

পাবনায় ইভটিজিং এর প্রতিবাদ করায় কারণে বাড়ির উপর চড়াও হয়ে বখাটেরা হামলা চালিয়ে এক পরিবারে মা ,মেয়ে ও ছেলেসহ ৩ জনকে মারপিট করে রক্তাক্ত জখম করেছে। আজ সোমবার সকাল ৯ টার দিকে পাবনা পৌর এলাকার সাধুপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন, সদর থানার সাধুপাড়া এলাকার আবু মুসার স্ত্রী সকিনা(৪০) তার মেয়ে মুসলিমা (২৭) ও ছেলে সাদ্দাম (৩০)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, মুসলিমা ২ বছর আগে সৌদি আরবে চাকরি করেন এ সময় তিনি তার স্বামী সাইফুলকে সৌদি আরবে নিয়ে যান। তাদের সংসারে এক শিশু মেয়ে থাকা সত্ত্বেও স্বামী কোন সংসার খরচ না দেওয়াতে এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়।
বর্তমানে সে স্থানীয় একটি গো খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সৌদি থেকে ফেরার পর থেকেই পথে বের হলেই তাকে কতিপয় বখাটেরা ইভটিজিং করতো।
এ ঘটনার প্রতিবাদ করায় এলাকার বখাটে সন্ত্রাসীরা তাদের বাড়িতে চড়াও হয়ে হামলা চালিয়ে মা মেয়ে ও ছেলেসহ ৩জনকে মারপিট করে পিটিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।
এ ব্যাপরে জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেজিষ্টার ডা:আকসাদ আল মাসুর বলেন,আমরা ৩টি রোগী পেয়েছি, তার মধ্যে সকিনা খাতুনের মাথা ফাটা,মুসলিমার হাতে ও শরীরের জখম এবং সাদ্দামের একটি হাত ভাঙ্গা অবস্থায়। তাদের মধ্যে সকিনার অবস্থা গুরুতর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ