প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লা লিগায় ৫-০ গোলে জেতে কাতালান ক্লাবটি। বার্সেলোনার বাকি দুই গোলদাতা লুইস সুয়ারেস ও জেরার্দ পিকে।
গত মৌসুমে লিগে নিজেদের প্রথম ৩৬ ম্যাচে অপরাজিত থেকে লেভান্তের মাঠে খেলতে নেমে ৫-৪ গোলে হেরেছিল বার্সেলোনা। ওই আসরে সেটাই ছিল তাদের একমাত্র পরাজয়। গোল উৎসবে প্রতিশোধটা দুর্দান্ত হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
ম্যাচের প্রথম ৩৫ মিনিট গোলের জন্য অপেক্ষা করতে হয়েছিল বার্সাকে। দলের হয়ে প্রথম গোলটি করেন উরুগুয়ের তারকা সুয়ারেজ (১-০)। মেসির ক্রস থেকে বল পেয়ে চলতি আসরে নিজের একাদশ গোলটি করেন সুয়ারেজ। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি (২-০)। এই স্কোরেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর মাঠে নেমেই দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন বার্সার দলপতি মেসি। ম্যাচের ৪৭তম মিনিটে ৩-০ গোলের লিড নেয় বার্সা। ৬০ মিনিটের মাথায় দলের চতুর্থ আর নিজের হ্যাটট্রিক গোলটি করেন মেসি (৪-০)। এই নিয়ে চলতি লিগে সর্বোচ্চ ১৪ গোল করলেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী আর্জেন্টাইন তারকা।
৭৬তম মিনিটে উসমান দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন লেভান্তের উরুগুয়ের ডিফেন্ডার এরিক কাবাকো। দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৮৮তম মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে দলের পঞ্চম গোলটি করেন পিকে।
১৬ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
সেভিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ৩১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে দিনের প্রথম ম্যাচে জিরোনাকে ২-০ গোলে হারানো সেভিয়া।
২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শনিবার রায়ো ভায়োকানোকে ১-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ।