Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শন

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৬ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌ বাহিনী খুলনা এরিয়ার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবসে বাদ ফজর খুলনা ও মোংলায় নৌবহিনীর মসজিদে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিলশেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। নৌ বাহিনী খুলনা এরিয়া কমান্ডিং অফিসার রিয়ার এডমিরাল এম আসরাফুল হক-(সি)এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-বিএন গতকাল রবিবার মুক্তিযুদ্ধে নৌ বাহিনীর অকুতোভয় শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীর বিক্রম মহিউল্লাহর মাজার জিয়ারত করে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।
বিজয় দিবস উপলক্ষে নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ ‘বিএনএস তিস্তা’ খুলনায়, ‘বিএনএস মেঘনা’ বরিশালে ও ‘বিএনএস করতোয়া’ মোংলাতে সর্ব সাধারনে প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এসব যুদ্ধ জাহাজ পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধজাহাজ প্রদর্শন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ