Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসী বিএনপি নেতার আ.লীগে যোগদান

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

দীর্ঘ একযুগ পর দেশে ফিরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে অভিভ‚ত হয়ে বিএনপি ছেড়ে আ.লীগে যোগদান করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী মুক্তার হোসেন। গত শনিবার রাতে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের আ.লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপির গলায় ফুলের মালা দিয়ে তিনি আ.লীগের যোগদান করেন। এ উপলক্ষে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আ.লীগ কার্যালয়ে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি সাবেক কাউন্সিলর হাজী মো. সিরাজ মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাঙ্গাইল-৭ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ.লীগ সভাপতি একাব্বর হোসেন এমপি। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, উপজেলা ওলামা লীগের সভাপতি ক্বারী ইকরাম ফারুক, এমপি পুত্র তাহরীম হোসেন সীমান্ত, ওয়ার্ড কাউন্সিলর শহীদুর রহমান শিপন, সাইজ উদ্দিন সাজু, সংরক্ষিত আসনের কাউন্সিলর আফরোজা আলম, মা সিএনজি ব্যবস্থাপনা পরিচালক হাজী ইব্রাহিম মিয়া, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাজী খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর মোজাম্মেম হোসেন মজনু, আ.লীগ নেতা হাজী আব্দুর রউফ দুলাল, হারুন অর রশিদ, হাফিজ উদ্দিন প্রমুখ।
আ.লীগের যোগদানকারী আফ্রিকা প্রবাসী মুক্তার হোসেন বলেন, জীবিকার প্রয়োজনে দীর্ঘ একযুগ আগে দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছি। গত দুই মাস আগে দেশের মাঠিতে পা রেখে রাজধানী ঢাকাসহ নিজ এলাকার রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজসহ সকল ক্ষেত্রে অবকাঠামোগত যে উন্নয়ন দেখেছি। তা দেখে আমি অভিভ‚ত হয়েছি। সৎ ও দক্ষ নেতেৃত্ব ছাড়া এ উন্নয়ন সম্ভব নয়। তাই জননেত্রী শেখ হাসিনার সততা ও দক্ষ নেতৃত্বের প্রতি আস্থা রেখে দেশের উন্নয়নের স্বার্থে তিনি আ.লীগে যোগদান করেছেন বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ