রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগ ও শ্রমিক লীগের উদ্যোগে নৌকার পক্ষে এক বিশাল শোডাউন করেছে। গতকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট সংলগ্ন যুবলীগ কার্যালয়ে এসে সমবেত হয়। বেলা ১১টায় যুবলীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক হয়ে সদর কড়িকান্দি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে উপজেলা যুবলীগেরর আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তারা বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে যুবলীগ ও শ্রমীক লীগের নিজ উদ্যোগে প্রচার-প্রচারণা চালিয়ে যাব এবং ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনটি উপহার দেবো ইনশাল্লাহ। এ সময় বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শাহিনুল ইসলাম সোহেল সিকদার, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই আলম, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ লালন সিকদার, মো. মোকবুল মাহমুদ প্রধান, মো. নাজমুল হাসান কিরণ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. লেয়াকত আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. জামান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।