রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইগাতীতে আ.লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক চাঁন এমপির নৌকা প্রতীকের চারটি নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটনার প্রতিবাদে গতকাল স্থানীয় যুবলীগ প্রতিবাদ মিছিল করেছে। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর রাতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় মামলা হয়েছে। মামলায় বিপ্লব ও শহীদুল নামে দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ঐদিন রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঝিনাইগাতী উপজেলা সদরে যুবলীগ কার্যালয়, রাংটিয়া, তিনানী, বনগাঁও ও ধানশাইল বাজারের চারটি নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে একযোগে এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই সময় দলীয় নেতাকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পরে। ঘটনার পরপরই আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করে উপজেলা সদরে বিক্ষোভ করে।
এ ছাড়া শনিবার সন্ধ্যার পর যুবলীগ অফিসে এক প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে। ককটেল বিস্ফোরণের বিষয়ে বিএনপি দলীয় নেতাকর্মীদেরকে দায়ী করা হচ্ছে বলে জানা যায়। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, আ.লীগের চারটি নির্বাচনী অফিসে একযোগে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।