Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় আ’লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষে আহত ২০

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১:৪৮ পিএম

ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৪/৫টি মাইক্রোবাস ও ১০টি মোটরসাইকেল।
আজ রোববার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার হাকিমুদ্দিন নামক এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের আগমন উপলক্ষে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ একে অপরের উপর দোষ চাপাচ্ছে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।



 

Show all comments
  • হতদরিদ্র দীনমজুর ১৬ ডিসেম্বর, ২০১৮, ৩:৩৬ পিএম says : 0
    প্রতিপখ্খের গনসংযোগে হামলা র্਀গনতন্ত্রের ভাষা হতে পারেনা਀দেখে মনে হচ্ছে দেশে গনতন্ত্র একে বারে অনুপস্থিত਀আশা করি সকল দলের গনতন্ত্র চচা করবেন|||
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ