Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামায়াতকে রাজনীতিতে প্রতিষ্ঠা করছেন ড. কামাল

সংবাদ সম্মেলনে আ.লীগ নেতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য মাঠে নেমেছেন।
গতকাল রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নানক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের মদদদাতা এবং তাদের পুরস্কৃত ও পুনর্বাসিত করেছিলেন। নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসিত করেছিলেন। এরই ধারাবাহিকতায় ড. কামাল হোসেন জামায়াতকে পুনবার্সনের জন্য মাঠে নেমেছেন। জামায়াতকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন।
তিনি বলেন, ড. কামাল গংরা দেশের রাজনীতিতে পরগাছা, মাকাল ফল ও বর্ণচোরা রাজনীতিক। এদের দিয়ে দেশের কোন উন্নয়ন হবে না। এরা অন্যের ওপর ভর করে রাজনীতি করে। নানক আরো বলেন, আর এখন তারা (কামাল-রব-মান্না) স্বীকৃত দুর্নীতিবাজ, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত, লন্ডনে পালাতক বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশে চলছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ভরাডুবি বুঝতে পেরে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে। তাই তারা তাদের নিজেদের মধ্যে কোন্দল থেকে সৃষ্ট সহিংসতাকে সরকারের ওপর চাপিয়ে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্ঠা করছে। এ ধরনের হীন রাজনীতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় অন্তরায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি ও মিথ্যাচার না করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি)কে সহায়তা করার জন্য বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের প্রতি আহবান জানান তিনি। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মো. আকতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ