Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে জয়ের মধ্যদিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো

মতবিনিময় সভায় ফেনী-১ আসনের বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু

ছাগলনাইয়া সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ৮:১০ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট’র মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে ছাগলনাইয়া জমদ্দার বাজারে বিএনপির নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ধানের শীষ প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, সারা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না থাকলেও আমার নির্বাচনী এলাকা ফেনী-১ সংসদীয় আসনে আমি ১০ ডিসে¤॥^র থেকে প্রচার প্রচারণা করছি। আমার ফেনী-১ এলাকায় নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু রয়েছে। তবে তিনি অভিযোগ করেন, আমি নির্বাচনী প্রচারণা করে আসার পর কিছু কিছু স্থানে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঘরে গিয়ে গ্রেফতার করছে। তিনি বলেন, আমি আশা করবো প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সকল দলের সকল প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় সমচোখে দেখবে।আ’লীগের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণায় কোনো বাধা কিংবা হুমকি দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম মজনু সাংবাদিকদের বলেন, আমি এ এলাকার সন্তান। কারো হুমকির তোয়াক্কা করিনা। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ভোটারদের একটি ভোট মহা মূল্যবান। একটি ভোটে দেশের গণতন্ত্র ফিরে আসবে। দেশ অগণতান্ত্রিক অপশক্তির হাত থেকে মুক্ত হবে। ফেনী-১ আসনের ৯০ ভাগ ভোটার ধানের শীষের পক্ষে আছে এবং ভোট দিবে ধানের শীষে। আমার লক্ষ একটাই সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কাজ করবো। ধানের শীষের যেখানে গণ সংযোগ হয় সেখানে হাজার হাজার জনতা উপস্থিত হয় বলে মত বিনিময় সভায় বিএনপি প্রার্থী মজনু জানান। ফেনী-১ আসনের সাংসদ নির্বাচিত হলে এ এলাকার জন্য কি কি উন্নয়ন কাজ করার ইচ্ছে আছে এমন প্রশ্নের জবাবে রফিকুল আলম মজনু বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূল করবো এবং শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে ফেনী-১ আসনের জনগণের কাজ করবো।ছাগলনাইয়া উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলমগীর বিএ’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপি’র সভাপতি ইউছুফ মজুমদার, সাধারণ সম্পাদক কাজী আবদুল লতিফ, সাংগঠনিক সম্পাদক কাজী মনির আহাম্মদ খোকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার রুমা, উপজেলা যবদলের সভাপতি কাজী জসিম, বিএনপি নেতা আবুল খায়ের মজুমদার বাবুল ও যুবদল নেতা হাফেজ সোহরাব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ফেনী-১ নির্বাচনী এলাকা তথা ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিরামহীনভাবে গণসংযোগ, সভা সমাবেশ, মতবিনিময় সভা করে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু। এতে তিন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠন ও ২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ