Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিজয় দিবসে ফরিদুর রেজা সাগরের গল্পে হারানো বাড়ি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘হারানো বাড়ি’। নাটকটির নাট্যরূপ ও পরচালনা করেছেন অরুণ চৌধুরী। ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১৩তম নাটক। অরুণ চৌধুরী বলেন, প্রতি বছর বিজয় দিবস এলে চ্যানেল আই-এর জন্য আমি বিশেষ নাটক নির্মাণ করি। এটা ২০১২ সাল থেকে নিয়মে দাঁড়িয়েছে। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক রিয়াজ ও মেহজাবিনকে। আরো অভিনয় করেছেন মামুনুর রশিদ। নাটকে দেখা যাবে এই সময়ের দুজন তরুণ-তরুণীর গল্প। যাদের বন্ধুত্ব হয় ফেসবুকের মাধ্যমে। মেয়েটা ফটোগ্রাফার। একটা পুরনো বাড়ির সামনে দাঁড়ানো ছবি দেখে ছেলেটার প্রতি মেয়েটা আগ্রহী হয়। কারণ ওই বাড়িটা মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আছে। তাছাড়া যুদ্ধের সময় মেয়ের দাদা ও তার পরিবার সেখানে আশ্রয় নিয়েছিল। ছেলেটার সাথে বন্ধুত্ব হয় এবং ওই বাড়িতে নিয়ে যেতে বলে। একদিন মেয়েটাকে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবহন করা বাড়িতে নিয়ে যায় ছেলে, কিন্তু মেয়েটা সেখানে গিয়ে দেখে সেই পুরনো বাড়ি আর নেই। এটা ভেঙে বাংলো বানিয়ে ফেলেছে ছেলেটা। এটা দেখে ভয়ংকর রিয়েক্ট করে মেয়েটা। তাদের সম্পর্কেও ফাটল ধরে। মূলত এমন হেরিটেজ সমৃদ্ধ বাড়ির একটি গল্পই দেখানো হবে নাটকে। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টায়।



 

Show all comments
  • nil ১৭ ডিসেম্বর, ২০১৮, ১০:১২ এএম says : 0
    valo lagse
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হারানো বাড়ি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ