Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গুগল ইন্ডিয়ার সার্চে শীর্ষে প্রিয়া ভারিয়ার

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০৭ এএম

সব তারকাকে ছাড়িয়ে মালয়ালম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভারিয়ার গুগল ইন্ডিয়ার সার্চে সবচেয়ে উপরে স্থান করে নিয়েছেন। ‘ওরু আদ্দার লাভ’ চলচ্চিত্রে ‘উইঙ্ক (চোখমারা) সঙ’ ‘মানিকিয়া মালারায়া পুভি’ গানটি ভাইরাল হবার বদৌলতেই তিনি ভারতের মোস্ট সার্চড পার্সোনালিটি হয়েছেন। প্রিয়ার পরপরই আছেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। গুগল ইন্ডিয়ার সার্চে প্রিয়াঙ্কা চোপড়া আছেন চতুর্থ স্থানে। তৃতীয় ও পঞ্চম স্থানে যথাক্রমে আছেন নাচ পারফর্মার সপ্না চৌধারি এবং অভিনেত্রী সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা। ষষ্ঠ সবচেয়ে গুগল খোঁজের ব্যক্তিত্ব হয়েছেন সাইফ আলি খান আর অমৃতা সিংয়ের কন্যা অভিনেত্রী সারা আলি খান। তার সদ্য মুক্তিপ্রাপ্ত ফিল্ম ‘কেদারনাথ’ ঘিরেই তাকে নিয়ে ছিল এতোটা আগ্রহ। সালমান খানকে নিয়ে ভারতীয় নেটিজেনদের আগ্রহ খুব কমেনি। তিনি আছেন সাতে। কৃষ্ণসার হরিণ শিকারের মামলা এবং তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোই এই সার্চের সিংহভাগ জুড়ে ছিল। ২০১৮’র মে মাসে রাজপুত্র হ্যারির সঙ্গে বিয়ের পর মেগান মার্কেল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য হয়ে হয়েছেন ডাচেস অফ সাসেক্স। তাকে নিয়ে আগ্রহ অষ্টম স্থানে অধিষ্ঠিত করেছে তাকে। ‘বিগ বস ১২’ রিয়েলিটি শোতে জাসলিন মাথারুর সঙ্গে সম্পর্ক গায়ক অনুপ জালোটাকে স্থান দিয়েছে নয়ে। স্ত্রী অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর এবং তা নিয়ে গুজবের কারণে বনি কাপুর ১০ম ব্যক্তিত্ব হিসেবে গুগল ইন্ডিয়ার সার্চে স্থান পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়া ভারিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ