বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গ্রেফতার আতংক, পুলিশী হয়রানী, হামলা মামলা উপেক্ষা করে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক নেতাকর্মীদের নিয়ে নেত্রকোনা ও বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে ব্যাপক গণসংযোগের পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন। গতকাল তিনি বারহাট্টা উপজেলার সাহ্তা, বারহাট্টা সদর ও বাউশী ইউনিয়নে বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর, বিএনপি নেতা আব্দুল হক ভূইয়া, জেলা ছাত্র দলের সম্পাদক অনীক মাহমুদ চৌধুরী প্রমুখ।
নির্বাচনী সভায় বিএনপির প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, বিএনপির চেয়ারপার্সন তিন তিন বারের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে রয়েছে। বিএনপির সিঃ ভাইস চেয়ারম্যান তারণ্যের অহংকার তারেক রহমান মামলার কারণে দেশে ফিরতে পারছেন না। দেশে নির্বাচনের কোন পরিবেশ নেই। এত কিছুর পরও আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করছি। বর্তমান সরকার ঐক্যফ্রন্টের সাথে সংলাপে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনে এলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন কোন মামলা হবে না, গ্রেফতার হবে না। কিন্তু প্রতীক বরাদ্দের পর পরই বিএনপির নেতাকর্মীদের বাসাবাড়িতে হানা, গণগ্রেফতার, হামলা, মামলার ঘটনা ঘটেই চলেছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আমার নতুন হাসপাতাল রোডস্থ বাসভবন ও আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান নাবিলা ডায়াগনস্টিক সেন্টারে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। পুলিশ হামলাকারীদের আটক না করে উপরস্থ আমার বাসায় অবস্থানরত ৩২ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় এবং তাদের সহ বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর নামে ২টি গায়েবী মামলা দায়ের করেন।
তিনি বলেন, যেখানে যাচ্ছি, সেখানেই ধানের শীষের পক্ষে যে স্বতঃস্ফূর্ত সাড়া ও সমর্থন পাচ্ছি। তাতে মনে হচ্ছে, ধানের শীষের পক্ষে গণ জোয়ার সৃষ্টি হয়েছে। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, হামলা, মামলা গণগ্রেফতার উপেক্ষা করেই প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট দিতে হবে। তাহলেই আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসে ধানের শীষের আরেকটি বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।