Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিনের ওপর হামলায় আহত ২০

পুলিশের ১৭ রাউন্ড শটগানের গুলি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ৭:০৬ পিএম

চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিনের গণসংযোগে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ড. জালাল উদ্দিনসহ প্রায় ২০ নেতাকর্মী আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে। আহতদের মধ্যে আমিন, মাহাবুব, জহির ও আশরাফুলের অবস্থা আশংকাজনক। ১৫ ডিসেম্বর শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ১২টার সময় বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন তার নির্বাচনী এলাকায় গণসংযোগে আসেন। এ সময় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মতলব রোডের শম্বু খার ব্রিজ এলাকায় জড়ো হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সেখানে পূর্ব থেকেই মতলব সার্কেল (সহকারী পুলিশ সুপার) রাজন কুমার দাস ও মতলব থানার ওসি হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলো। পরে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন নেতাকর্মীদের নিয়ে তার নিজ বাড়ি সুলতানাবাদ ইউনিয়নের গোরাইকান্দি গ্রামে যায়।
আহত বিএনপির নেতাকর্মী-সমর্থকরা জানায়, সেখানে পূর্ব থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা আওয়ামী লীগে নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে করে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছেঁড়ে এবং লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
এ ঘটনার পর বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন দুপুর পৌনে ১টায় তার নিজ বাড়ির পাশে লুধুয়া গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করে ফেরার পথে পুনরায় কয়েশ’ যুবক অতর্কিত হামলা চালায়। তারা জিয়ার সৈনিক, ধানের শীষ শ্লোগান দিয়ে বেশ কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। বর্তমানে ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ সুপার জিহাদুল কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
এদিকে সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়কের বাসভবন মুনিরা ভবনে সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের প্রধান সমন্বয়কারী এনামুল হক বাদল বলেন, আমাদের প্রার্থী ড. জালাল উদ্দিন নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা ছিলো। সেই কথা মতো তিনি ধানের শীষের প্রচারণা ও গণসংযোগে সুলতানাবাদ ইউনিয়নের লুধুয়া গ্রামে (নিজ বাড়ি) আসেন। সেখানে পূর্ব থেকেই আওয়ামী লীগের নেতাকর্মী ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলো। ড. জালাল উদ্দিন তার বাবা মায়ের কবর জিয়ারত করে ফেরার সময় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ