বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা-৪ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল ধানের শীষের কর্মীদের ওপর অব্যাহত হামলা, নির্যাতন, মারপিট, পোস্টার ছিড়ে ফেলা, নির্বাচনী অফিসে বন্ধ করে দেয়ার অভিযোগ এনে বলেন, এ নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট সকলের কাছে লিখিত ভাবে জানানো হলেও কোন প্রতিকার মিলছেনা। আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচনী আচরনিবিধির ধার ধারছেন না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আওয়ামী লীগ চায়না বিএনপি নির্বাচনের মাঠে থাকুক। যদি তাই হয় তবে সরকার ঘোষণা দিক বিএনপির নির্বাচন করার প্রয়োজন নেই।
শনিবার দুপুরে খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল বলেন, শুক্রবার শ্রীফলতলা ইউনিয়নের নেতা রুহুল আমিন বিশ্বাস, রবিউল আমার নির্বাচনী কাজ যখন করছিলো তখন দেশিয় অস্ত্র গুপ্তি দিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের আঘাত করে। রুহুল বিশ্বাসের পেটের মধ্যে গুপ্তি ঢুকিয়ে দেওয়া হয়। এতে তার খাদ্য নালী কেটে যায়। আজকে তার অপারেশন হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী ও তার দলীয় নেতাকর্মীদের তান্ডবে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারছেন না। গত ৪/৫ দিনে তিন উপজেলার বেশ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামীলীগ প্রার্থী নির্বাচনী আচরণ বিধির ধারও ধারছেন না।
আক্ষেপ করে তিনি বলেন, এই সব বিষয়ে নির্বাচন কমিশন, ডিসি, এসপি, টিএনওকে জানিয়েও কোন কাজ হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামীলীগ চাইছে না বিএনপি নির্বাচনী মাঠে থাকুক। তাই যদি হবে, তাহলে সরকার ঘোষণা করে দিক, বিএনপির নির্বাচন করার প্রয়োজন নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।