Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ৪:০২ পিএম

যশোর কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে কারাগার থেকে যশোর ২৫ বেড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে কারা সূত্র জানিয়েছে। তার নাম সঞ্জিত মন্ডল (৬০)। সঞ্জিত খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া গ্রামের অমিত মন্ডলের ছেলে।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবু তালেব জানান, সঞ্জিত একটি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। তার কয়েদি নাম্বার ১০৩৪/এ। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারের মণিহার-১ ওয়ার্ডে ছিলেন। আদালত ২০১৭ সালের ১৩ মার্চ খুলনা জেলা কারাগারে পাঠান তাকে। সেখান থেকে একই বছরে ১৫ এপ্রিল তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ