Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শেরপুর-২ আসনে কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর গণসংযোগ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০১৮, ৩:১৪ পিএম

কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে গন সংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি আজ নকলা উপজেলার পাঠাকাট ইউনিয়নে গণসংযোগ চালান এবং একাধিক পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন বেগম খালেদা জিয়া আমাদের সরকারের দেওয়া মামলায় জেলে নন, জেলে আছেন তত্বাবধায়ক সরকারের দেওয়া এতিমের টাকা মারার মামলায়। তিনি বলেন সে সময় রাষ্ট্রপতি ছিল ইয়াজ উদ্দিন খালেদা জিয়ার পছন্দের লোক কাজেই তাদের করা মামলায় সাজা হলে আমাদের কিছু করার নেই। দীর্ঘ ১১বছর মামলা চলার পর রায় হয়েছে। ২বছরের বেশী সাজা হলে একটি নির্বাচন করতে পারে না ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন, সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল ও নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন । এ সময় বিভিন্ন এলাকা থেকে নারী ও পুরুষ ভোটাররা খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশে হাজির হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন

৬ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ