বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর-১ (শার্শা) আসনের প্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, বিএনপি ধ্বংস করতে জানে সৃষ্টি করতে পারে না। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, জনগণের ভাগ্য পরিবর্তন করে। তিনি শার্শার লক্ষণপুরে নির্বাচনী সভায় শনিবার বক্তব্য রাখছিলেন। তিনি ব্যাপক গণসংযোগ করছেন।
তিনি বলেন, দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে। বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিয়ে আমাদের ক্ষমতায় এনেছিল বলেই গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন করেছি। বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। লক্ষনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের নেতৃত্বে পথসভা ও গনসংযোগকালে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।